লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া- টিকিট বুকিং নিয়ম ২০২৫ আপডেট তথ্য
আরো পড়ুনঃ ব্রণ কী? ব্রণ হওয়ার লক্ষণ ও কারণ
আপনি কি ঢাকা থেকে লালমনির হাট কিংবা লালমনির হাট থেকে ঢাকা ট্রেনযোগে যাতায়াত করতে চান? তাহলে আপনি আপনার পছন্দের প্রথম তালিকায় রাখতে পারেন, লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনকে।
কারণ, লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায়, রাত নয়টার পর এবং লালমনিরহাট পৌছায় সকালে এবং লালমনির হাট থেকে সকালে ছাড়ে আর ঢাকায় পৌছায় সন্ধ্যায়, যা আপনার ভ্রমণকে করে তুলবে সুবিধাজনক।
অনেকে আছেন যারা, ঢাকা লালমনির হাট চলাচলকারি লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ভাড়া ২০২৫ জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। আর আপনিও যদি এই ট্রেনের সম্পর্কে যানতে চান, তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। তাই আর্টিকেলটি মনোযোগের সঙ্গে পড়ুন।
লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫- Lalmoni Express Train Schedule and Fare 2025
আপনাদের অনেকে আছেন যারা, নিয়মিতভাবে লালমনি এক্সপ্রেসে যাতায়াত করেন, তারা হয়তো লালমনি এক্সপ্রেস ট্রেনের তথ্য জানেন। কিন্তু, যারা অনিয়মিত বা প্রথমবার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ট্রেনেন ভ্রমন করতে চান, তাদের জন্য এই ট্রেনের সম্পর্কে সঠিক তথ্য না জানাই স্বাভাবিক।
কিন্তু আপনি যেই ট্রেনে করে ভ্রমন করতে চান, সেই ট্রেনের বিভিন্ন তথ্য, যেমন সময়সূচী, ট্রেনটির যাত্রা বিরতির স্থান, ভাড়া ইত্যাদি বিষয় সম্পর্কে জানা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই, আজকের আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো লালমনি এক্সপ্রেস ট্রেনের সকল তথ্য। যা আপনার লালমনি ট্রেনে ভ্রমণে সাহায্য করবে।
লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী- Lalmoni Express train schedule
লালমনি এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম একটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি ৭ মার্চ ২০০৪ সালে চালু হয় এবং ঢাকা- লালমনিরহাট নিয়মিতভাবে চলাচল করে। লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে। নিম্নে টেবিলের মাধ্যমে এই ট্রেন সময়সূচী দেখুন।
লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্থান ও সময়- Lalmoni Express train stoppage location and time
লালমনি এক্সপ্রেস ট্রেনে করে যে সকল যাত্রী সাধারণ ভ্রমন করেন, তারা কিন্তু সকলেই সরাসরি ঢাকা থেকে লালমনির হাট বা লালমনির হাট থেকে ঢাকা যাতায়াত করেন না। অনেকেই আছেন যারা মাঝ পথের কোন ষ্টেশন এই ট্রেন ওঠেন আবার অনেকে আছেন, যারা মাঝ পথে নেমে যান।
এই সকল যাত্রী সাধারণের সুবিধার জন্য লালমনি এক্সপ্রেস তার দীর্ঘ ৫৮০ কিলোমিটারের যাত্রা পথে, ১৭টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকেন। আপনাদের মাঝ পথের ষ্টেশনে উঠা নামার জন্য, সেই সকল স্টেশনের নাম এবং সময় টেবিলের মাধ্যমে দেখানো হলো-
লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫- Lalmoni Express train fare 2025
ঢাকা থেকে লালমনির হাট রেল পথের দূরত্ব প্রায় ৫৮০ কিলোমিটার। আর এই বিশাল দীর্ঘ পথে, বাংলাদেশ রেলওয়ে লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়া আসন ভেদে বিভিন্ন ধরণের নির্ধারণ করেছে। নিম্নে ঢাকা টু লালমনিরহাট বা লালমনিরহাট টু ঢাকার (লালমনি এক্সপ্রেস) ভাড়া ২০২৫ টেবিলের মাধ্যনে দেখানো হলো-
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৫- Rules for buying train tickets online 2025
বর্তমান প্রযুক্তির দুনিয়ায় মানুষ আর পূর্বের মতো লাইনে ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে চায় না। আর এই কারণে মোবাইলের মাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহের সুযোগ সৃষ্টি করে দিয়েছে রেলওয়ে। তবে, এর জন্য আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করে এগুতে হবে। চলুন দেখি ধাপগুলো-
রেজিস্ট্রেশন করা-
- প্রথমে আপনাকে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ই-টিকিটিং ওয়েবসাইটে যেতে হবে, এখানে eticket.railway.gov.bd বা মোবাইল থেকে "রেল সেবা" অ্যাপ ডাউনলোড করতে হবে।
- রেজিস্ট্রেশনের জন্য আপনার লাগবে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা।
- আপনার মোবাইলে একটি ওটিপি (One Time Password) পাঠাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- আপনার রেজিস্ট্রেশন করা হলে ওয়েবসাইটি লগইন করুন।
- এবার যাত্রার তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও শ্রেণি নির্বাচন করুন।
- এখানে "Find Ticket" বাটনে ক্লিক করেলেই উপলব্ধ ট্রেন ও আসন দেখতে পারবেন।
- আপনার পছন্দের ট্রেন ও আসন নির্বাচন করার পর "Continue" বাটনে ক্লিক করুন।
- পেমেন্টের জন্য আপনি বিকাশ, নগদ, ভিসা বা মাস্টারকার্ড ব্যবহার করতে পারেন।
- পেমেন্ট সম্পন্ন হলেই আপনি একটি ই-টিকিট ডাউনলোড করতে পারবেন ও আপনার দেওয়া ইমেইলে একটি কপি পাঠানো হবে।
- ভ্রমণের সময় ই-টিকিটের প্রিন্ট কপি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
- আপনি চাইলে যাত্রার ১০ দিন আগেই টিকিট কিনতে পারবেন।
- টিকিট বুকিংয়ের সময় আপনি আপনার পছন্দের আসন নির্বাচন করতে পারবেন।
- টিকিট বাতিল করতে চান, সেক্ষেত্রে নিকটস্থ রেল স্টেশনে যোগাযোগ করতে হবে।
- প্রতিটি আসনের জন্য ২০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য।
লালমনি এক্সপ্রেস ট্রেনের আপডেট তথ্য- শেষকথাঃ Lalmoni Express train update information - last word
ঢাকা টু লালমনিরহাট বা লালমনিরহাট টু ঢাকা রুটে যারা নিয়মিত যাতায়াত করেন বা প্রথমবার ট্রেনে ভ্রমণ করতে যাচ্ছেন, তাদের জন্য হতে পারে লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন একটি নির্ভরযোগ্য ও আরামদায়ক বাহন। নির্ধারিত সময়সূচী, মাঝপথের যাত্রাবিরতি এবং আসনভেদে নির্ধারিত ভাড়া সব মিলিয়ে এটি যাত্রীদের জন্য এক সহজ ও সুবিধাজনক যাত্রার অভিজ্ঞতা প্রদান করে।
পাশাপাশি অনলাইনে সহজেই টিকিট বুকিংয়ের সুযোগ থাকার কারণে ট্রেনটি আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করি, এই আর্টিকেলে দেওয়া সময়সূচী, যাত্রা বিরতি, ভাড়া এবং টিকিট কাটার নিয়ম আপনার লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাকে করবে আরও সহজ ও নিশ্চিন্ত। আপনার যাত্রা হোক নিরাপদ ও আনন্দময়।
আরো পড়ুনঃ রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচী ২০২৫
আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে এবং উপকারি বলে মনে হয়, তাহলে এটি পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন উপকৃত হন। আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের পরবর্তী আর্টিকেল পড়ুন এবং সঙ্গে থাকুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url