চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ – সকল ট্রেনের আপডেট তথ্য
আরো পড়ুনঃ হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ - হাওর ট্রেনের যাত্রা বিরতির স্থান
চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল রুটে ২০২৫ সালের আপডেট সময়সূচী ও ট্রেন ভাড়ার তথ্য এখানে পাওয়া যাবে, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক, সৈকত ও প্রবাল এক্সপ্রেস‑সহ সময়, ছুটির দিন ও আসনের ভাড়া বিস্তারিত।
চট্রগ্রাম টু কক্সবাজার ট্রেনের নাম, সময়সূচী ও ভাড়া ২০২৫
বর্তমানে চট্রগ্রাম থেকে কক্সবাজার রুটে বেশ কয়েকটি ট্রেন নিয়মিত চলাচল করেছে। কক্সবাজার দেশ বিদেশের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় একটি গন্তব্য হয়ে উঠেছে, তার নৈসর্গিক সমুদ্র সৈকতের কারণে।
অতীতে যদিও, এই রুটে কোনো রেল যোগাযোগ ছিলো না, কিন্তু বর্তমানে রেল যোগাযোগ চালু হওয়ার ফলে-কক্সবাজার ভ্রমণ, অনেক সহজ হয়ে উঠেছে। চট্রগ্রাম থেকে কক্সবাজার যাতায়াতের জন্য বাসের চেয়ে ট্রেনে সময় ও ভাড়া দুটি অনেক সাশ্রয়ী।
যার ফলে এখন অনেকেই এই পথে ট্রেনকেই বেঁচে নেয়। আর এই কারণে, আজকের নিবন্ধে আমরা চট্রগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলকারী সকল ট্রেনের নাম, ট্রেনের সময়সূচী, ভাড়া ২০২৫ সম্পর্কে যাবতীয় তথ্য। তাহলে চলুন দেখি-
চট্রগ্রাম টু কক্সবাজার চলাচলকারী ট্রেনের নাম
বর্তমানে চট্টগ্রম থেকে কক্সবাজার পর্যন্ত ০৪টি ট্রেন (দুটি বিরতিহীন ও দুটি আন্তঃনগর) নিয়মিতভাবে চলাচল করছে। নিচে ট্রেন ৪টির নাম, নম্বর, ধরণ এবং সাপ্তাহিক বন্ধের দিন টেবিলের মাধ্যমে দেওয়া হলো-
চট্টগ্রাম টু কক্সবাজার চলাচলাকারী ট্রেনের নাম | |||
ক্রঃনং | ট্রেনের নাম ও নম্বর | ধরণ | বন্ধের দিন |
১ | কক্সবাজার এক্সপ্রেস (৮১৩/৮১৪) | বিরতিহীন | সোমবার |
২ | পর্যটক এক্সপ্রেস (৮১৫/৮১৬) | বিরতিহীন | রবিবার |
৩ | প্রবাল এক্সপ্রেস (৮২১/৮২২) | আন্তঃনগর | সোমবার |
৪ | সৈকত এক্সপ্রেস (৮২৩/৮২৪) | আন্তঃনগর | সোমবার |
চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৫
আপনারা অনেকে আছেন যারা, চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনযোগে ভ্রমন করতে চান। তবে, সমস্যা হচ্ছে এই পথে চলাচলকারী ট্রনের সমসয়চী সম্পর্কে সঠিক তথ্য জানেন না। কিন্তু, ট্রেনে ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই ট্রেনের সঠিক সময়সূচী জানা দরকার।
তবে, চিন্তার কোন কারণ নেই, কারণ আজকের এই আর্টিকেলটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের পড়েন, তাহলে আমরা আশাকরি এই পথে ট্রন ভ্রমণে আপনার কোন সমস্যা হবে না। তাই, চলুন আমরা নিচের টেবিলের মাধ্যমে একনজর দেখে নেই ট্রেনের সময়সূচী সম্পর্কে-
চট্টগ্রাম টু কক্সবাজার চলাচলাকারী ট্রেনের নাম | ||||||
ক্রঃনং | ট্রেনের নাম ও নম্বর | ধরণ | বন্ধের দিন | ছাড়ার সময় | পৌছার সময় | মোট সময় |
১ | কক্সবাজার এক্সপ্রেস) | বিরতিহীন | সোমবার | ভোর ৪.০০ | সকাল- ৭.০০ | ৩.০০ মিনিট |
২ | পর্যটক এক্সপ্রেস | বিরতিহীন | রবিবার | বেলা- ১১.৩০ | বেলা- ০২.৩০ | ৩.০০ মিনিট |
৩ | প্রবাল এক্সপ্রেস | আন্তঃনগর | সোমবার | সকাল- ৬.১৫ | বসকাল- ৯.৫৫ | ৩.৪০ মিনিট |
৪ | সৈকত এক্সপ্রেস | আন্তঃনগর | সোমবার | বিকাল- ৩.১০ | সন্ধ্যা- ০৭.০০ | ৩.৫০ মিনিট |
কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম টু কক্সবাজার সময়সূচী ২০২৫
পর্যটন এক্সপ্রেস চট্টগ্রাম টু কক্সবাজার সময়সূচী ২০২৫
আরো পড়ুনঃ অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ - অগ্নিবীণা ট্রেনের যাত্রা বিরতির স্থান
প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম টু কক্সবাজার সময়সূচী ২০২৫
সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম টু কক্সবাজার সময়সূচী ২০২৫
চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের ভাড়া ২০২৫
চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের ভাড়া ২০২৫ | ||
ক্র.নং | আসনের নাম | ভাড়া ভ্যাটসহ |
১ | শোভন | ১৮৫ টাকা |
২ | শোভন চেয়ার | ২২৫ টাকা |
৩ | স্নিগ্ধা | ৪৭০ টাকা |
৪ | এসি | ৫৬৫ টাকা |
চট্রগ্রাম টু কক্সবাজার ট্রেনের টিকিট ২০২৫
চট্রগ্রাম টু কক্সবাজার রেল ভ্রমণ এখন পর্যটকসহ স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। সে কারণে, ট্রেন যাত্রার দিন অধিকাংশ সময়ই ট্রেনের টিকিট সম্ভব হয় না। কাজেই, ট্রেন ভ্রমণের ক্ষেত্রে Bangladesh Railway E-ticketing Service ওবেবসাইটের মাধ্যমে যাত্রার অন্তত্য ৪/৫ দিন আগে টিকিট ক্রয় করুন।
তাছাড়া, চট্রগ্রাম টু কক্সবাজার অনলাইন টিকিট ক্রয় করতে চাইলে অবশ্যই বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট ক্রয় করতে হবে এবং অবশ্যই টিকিটের পিডিএফ ফোনে সেভ করে রেখে দিবেন।
চট্রগ্রাম টু কক্সবাজার ট্রেন ভ্রমণে সচরাচর জিজ্ঞাসা (FAQ)
চট্রগ্রাম টু কক্সবাজার চলাচলকারি ট্রেনের নাম
চট্রগ্রাম টু কক্সবাজার রুটে বর্তমানে চারটি ট্রেন নিয়মিতভাবে চলাচল করে যার মধ্যে দুটি বিরতিহীন (কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস) এবং দুটি আন্তঃনগর ( প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস)।
চট্রগ্রাম টু কক্সবাজার রুটে কোন ট্রেন আরামদায়ক এবং সময় কম লাগে?
চট্রগ্রাম টু কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস ট্রেন বিরতিহীন হওয়ায়, এই ট্রেন দুটি অন্য ট্রেনগুলোর তুলনায় অনেক আরামদায়ক এবং গন্তব্যে পৌঁছাতে সময়ও কম লাগে।
শেষকথা- চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের আপডেট তথ্য ২০২৫
চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথে যাত্রা এখন আর কোন কল্পনা নয়, বরং বাস্তবতার এক আরামদায়ক ও সাশ্রয়ী উপায় হয়ে উঠেছে। পর্যটকদের জন্য এটি একটি দারুণ সুবিধা, যেখানে রয়েছে চারটি আধুনিক ট্রেন, নির্দিষ্ট সময়সূচী এবং ভাড়ার স্বচ্ছতা।
কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন সার্ভিস দিয়ে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছায়, আবার প্রবাল ও সৈকত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন হিসেবে নিয়মিত যাত্রীসেবা দিয়ে চলেছে। ২০২৫ সালের আপডেট সময়সূচী ও ভাড়ার তথ্য মাথায় রেখে যাত্রার পরিকল্পনা করলে, ট্রেন ভ্রমণ হবে অনেক বেশি নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক।
আরো পড়ুনঃ মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ - মহানগর ট্রেনের যাত্রা বিরতির স্থান
যাত্রীদের জন্য পরামর্শ থাকবে যে, ভ্রমণের আগে অনলাইনে আগেভাগেই টিকিট নিশ্চিত করে নিতে হবে। আশা করি এই নিবন্ধটি আপনাকে চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেন ভ্রমণে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। শুভ ভ্রমণ!
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url