হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ - হাওর ট্রেনের যাত্রা বিরতির স্থান
আরো পড়ুনঃ অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ - অগ্নিবীণা ট্রেনের যাত্রা বিরতির স্থান
আপনি কি ঢাকা থেকে মোহনগঞ্জ কিংবা মোহনগঞ্জ থেকে ঢাকা ট্রেনে ভ্রমণ করতে চান? এই কারণে এই পথে চলাচলকারী ট্রেনের সম্পর্কে জানতে চান? তাহলে, হাওড় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন হতে পারে আপনার ভ্রমনের জন্য উপযুক্ত।
আর আজকের এই আর্টিকেলটি হতে পারে আপনার জন্য ভ্রমণে সহায়ক। কারণ, আজকের আর্টিকেলের পুরোটা জুড়ে রয়েছে, হাওড় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই, আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ুন।
হাওড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া ও যাত্রা বিরতি
ট্রেনে ভ্রমন করতে হলে আপনাকে অবশ্যই ট্রেনের সময়সূচী, ভাড়া, বন্ধের দিন এবং ট্রেনটি কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেয়, সেই সম্পর্কে সঠিক তথ্য জানা প্রয়োজন। কারণ, ট্রেন কখনো কারো জন্য অপেক্ষা করে না, সে তার নির্দিষ্ট সময়ে স্টেন থেকে ছেড়ে যায়।
তাই, ট্রেন ভ্রমনের পূর্বে ট্রেনের সঠিক তথ্য জানা প্রয়োজন। তবে, চিন্তার কিছু নেই কারণ, আপনি যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়েন, তাহলে আমরা আশাকরি আপনার পছন্দের হাওড় এক্সপ্রেস ট্রেন ভ্রমণে আপনার কোন সমস্যা হবে না। চলুন দেখি-
হাওড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
এক মিনিট সময়ের মূল্য একজন ট্রেনের যাত্রী বোঝেন, যখন সে এক মিনিটের জন্য ট্রেন ফেল করেন। তাই ট্রেনে ভ্রমন করতে চাইলে অবশ্যই আপনার ট্রেনের সময়সূচী জানা প্রয়োজন। তবে চিন্তা নেই, নিচে টেবিলের মাধ্যমে দেখে নেওয়া যাক হাওড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে।
হাওড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সময়সূচী
হাওড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সময়সূচী | ||||
ট্রেনের নাম ও নম্বর | বন্ধ দিন | ছাড়ার সময় | পৌছার সময় | ভ্রমণ সময় |
ঢাকা টু মোহনগঞ্জ (৭৭৭) | ||||
মোহনগঞ্জ এক্সপ্রেস/৭৭৭ | বুধবার | রাত- ১০ঃ১৫ | ভোর- ০৪ঃ০০ | ০৫.৪৫ মিনিট |
মোহনগঞ্জ টু ঢাকা (৭৭৮) | ||||
মোহনগঞ্জ এক্সপ্রেস/ ৭৭৮ | বৃহস্পতিবার | সকাল- ০৮ঃ০০ | বেলা- ০১ঃ৪০ | ০৫.৪০ মিনিট |
হাওর এক্সপ্রেস ঢাকা টু মোহনগঞ্জ ট্রেনের সময়সূচী ২০২৫
হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সাপ্তাহিক ছুটি বুধবার ছাড়া নিয়মিতভাবে রাত ১০ঃ১৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং ০৫ ঘন্টা ৪৫ মিনিট পর ভোর ০৪ঃ০০ মিনিটে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌছায়।
হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সাপ্তাহিক ছুটি ব্রিহস্পতিবার ছাড়া নিয়মিতভাবে সকাল ০৮ঃ০০ মিনিটে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং ০৫ ঘন্টা ৪০ মিনিট পর বেলা ০১ঃ৪০ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌছায়।
হাওড় ট্রেনের যাত্রা বিরতির স্থান ও সময়
আপনাদের মধ্যে অনেক যাত্রী সাধারণ আছেন, যারা সরাসরি ঢাকা থেকে মোহনগঞ্জ বা মোহনগঞ্জ থেকে ঢাকা না গিয়ে মাঝ পথের কোন স্টেশনে নামতে বা উঠতে পারেন। তাই, তাদের সুবিধার জন্য হাওর এক্সপ্রেস ট্রেন তার যাত্রা পথে যে ০৮টি ষ্টেশনে যাত্রা বিরতি দেয়, তার নাম ও সময় নিম্নে টেবিলের মাধ্যমে দেওয়া হলো-
আরো পড়ুনঃ মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ - মহানগর ট্রেনের যাত্রা বিরতির স্থান
হাওর এক্সপ্রেস ঢাকা টু মোহনগঞ্জ ট্রেনের যাত্রা বিরতির স্থান ও সময়
হাওর এক্সপ্রেস ঢাকা টু মোহনগঞ্জ যাত্রা বিরতি | |||
ক্রঃনং | বিরতি স্টেশন | আগমন | প্রস্তান |
১ | ঢাকা কমলাপুর | ------- | রাত- ১০ঃ১৫ |
২ | বিমান বন্দর | রাত- ১০ঃ৩৮ | রাত- ১০ঃ৪৩ |
৩ | জয়দেবপুর | রাত- ১১ঃ০৩ | রাত- ১১ঃ০৫ |
৪ | গফরগাঁও | রাত- ১২ঃ০২ | রাত- ১২ঃ০৪ |
৫ | ময়মনসিংহ | রাত- ১২ঃ৪৫ | রাত- ১২ঃ৫০ |
৬ | গৌরিপুর | রাত- ০১ঃ৩৫ | রাত- ০১ঃ ৩৭ |
৭ | শ্যামগঞ্জ | রাত- ০১ঃ৫০ | রাত- ০১ঃ৫২ |
৮ | নেত্রকোণা | রাত- ০২ঃ১৪ | রাত- ০২ঃ১৭ |
৯ | বারহাট্টা | রাত- ০২ঃ৫০ | রাত- ০২ঃ৫৩ |
১০ | মোহনগঞ্জ | ভোর- ০৪ঃ০০ | ------- |
হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ টু ঢাকা ট্রেনের যাত্রা বিরতির স্থান ও সময়
হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ টু ঢাকা যাত্রা বিরতি | |||
ক্রঃনং | বিরতি স্টেশন | আগমন | প্রস্তান |
১ | মোহনগঞ্জ | ------- | সকাল-০৮ঃ০০ |
২ | সবারহাট্টা | সকাল- ০৮ঃ১২ | সকাল- ০৮ঃ১৪ |
৩ | নেত্রকোণা | সকাল- ০৮ঃ৪৫ | সকাল-০৮ঃ৪৫ |
৪ | শ্যামগঞ্জ | সকাল- ০৯ঃ১২ | সকাল- ০৯ঃ১৫ |
৫ | গৌরিপুর | সকাল- ০৯ঃ২৯ | সকাল- ০৯ঃ৩১ |
৬ | ময়মনসিংহ | সকাল- ১০ঃ০০ | সকাল- ১০ঃ০৫ |
৭ | গফরগাঁও | বেলা- ১১ঃ০৮ | বেলা- ১১ঃ১০ |
৮ | জয়দেবপুর | বেলা- ১২ঃ৩৫ | বেলা- ১২ঃ৩৭ |
৯ | ঢাকা বিমানবন্দর | বেলা- ০১ঃ০০ | বেলা- ০১ঃ১৭ |
১০ | ঢাকা কমলাপুর | বেলা- ০১ঃ৪০ | ------ |
হাওর এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫
পাঠক পাঠিকাগণ আপনারা নিশ্চয়ই উপরের আলোচনা থেকে জেনে নিয়েছেন হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বন্ধের দিন এবং যাত্রা পথে উক্ত ট্রনের যাত্রা বিরতির স্থান ও সময় সম্পর্কে। এখন যানা প্রয়োজন ঢাকা টু মোহনগঞ্জ বা মোহনগঞ্জ থেকে ঢাকা ভাড়া ২০২৫ সম্পর্কে। চলুন নিচে টেবিলে দেখে নেই-
হাওর এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫ | |||||
ক্রঃনং | হইতে - পর্যন্ত | শোভন | শো. চেয়ার | এসি সিট | এসি বার্থ |
১ | কমলাপুর-বিমানবন্দর-কমলাপুর | ৪৫ টাকা | ৫০ টাকা | ১১০ টাকা | ---- |
২ | কমলাপুর- জয়দেবপুর-কমলাপুর | ৪৫ টাকা | ৫০টাকা | ---- | ---- |
৩ | কমলাপুর- গফরগাঁও - কমলাপুর | ৬০ টাকা | ১০৫টাকা | ২৩৬ টাকা | ৩৫১ টাকা |
৪ | কমলাপুর- ময়মনসিংহ - কমলাপুর | ৮৫ টাকা | ১৪০ টাকা | ৩১২ টাকা | ৪৮৩ টাকা |
৫ | কমলাপুর- গৌরিপুর - কমলাপুর | ১৪৫ টাকা | ১৭৫টাকা | ----- | ---- |
৬ | কমলাপুর- শ্যামগঞ্জ - কমলাপুর | ১৬৫ টাকা | ১৮০ টাকা | ---- | ---- |
৭ | কমলাপুর- নেত্রকোণা - কমলাপুর | ১৮০ টাকা | ১৯৫ টাকা | ---- | ----- |
৮ | কমলাপুর- বারহাট্টা -কমলাপুর | ১৮৫ টাকা | ২২০ টাকা | ---- | ----- |
৯ | কমলাপুর- মহনগঞ্জ - কমলাপুর | ১৮৫ টাকা | ২২০ টাকা | ৫০৬ টাকা | ৭৫৯ টাকা |
হাওর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এখন কোথায়?
অনেক যাত্রী সাধারণ আছেন, যারা ষ্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের অবস্থান যানতে চান, সে ক্ষেত্রে আপনি যদি হাওর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায় আছে জানতে চান, তাহলে মোবাইলের ম্যাসেজ অপশনে জান এবং TR <Space> 777/778 লিখে পাঁঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে। ফিরতি ম্যাসেজে ট্রেনের বর্তমান অবস্থান সম্পর্কে জেনে জাবেন।
হাওর এক্সপ্রেস ট্রেনের সুবিধা কী?
হাওর এক্সপ্রেস ট্রেনের কিছু উল্লেখযোগ্য সুযোগ- সুবিধা রয়েছে,যা সচারচর সকল ট্রেনে পাওয়া যায় না। নিচে এই ট্রেনের গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধাগুলো দেখে নিন-
- অনলাইন টিকিট।
- আসন বিন্যাস।
- ঘুমানোর ব্যবস্থা।
- খাদ্য সুবিধা।
- মালপত্রের সুবিধা।
- নামাজের সুব্যস্থা।
হাওর এক্সপ্রেস ট্রেনের আপডেট তথ্য- শেষকথা
হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকা- মোহনগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীদের জন্য অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি ট্রেন। তাছাড়া, আপনার যদি, নির্ধারিত সময়সূচী, ভাড়া এবং যাত্রা বিরতির স্থান সম্পর্কে সঠিক তথ্য জানা থাকে, তাহলে আপনার যাত্রা আরো সহজ ও আরামদায়ক হবে।
বিশেষ করে যারা, ট্রেন ভ্রমণ পছন্দ করেন, তাদের জন্য এই ট্রেনটি একটি উপযুক্ত এবং সাশ্রয়ী মাধ্যম। নিয়মিতচলাচল, আধুনিক সুবিধা ও সুন্দর পরিষেবার মাধ্যমে, এটি যাত্রীদের আস্থার প্রতীক হয়ে উঠেছ। সময়মতো স্টেশনে উপস্থিত হয়ে ট্রেন ধরুন এবং নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করুন।
আরো পড়ুনঃ নোয়াখালী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আর্টিকেলটি যদি আপনাদের ভালোলাগে ও উপকারি উপকারি মনে হয়, তাহলে এটি অন্যের সঙ্গে শেয়ার করুন, তারাও যেন উপক্রিত হন। আরো নতুন নতুন তথ্য জানতে আমাদের পেজকে ফলো করে সঙ্গে থাকুন। আমাদের ব্লগের নাম বা ঠিকানা Tiretx
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url