অজুর ফরজ কয়টি - ওযুর ফরজ কয়টি ভিডিও

অজুর ফরজ কয়টি সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। সঠিকভাবে নামাজ পড়ার জন্য অজুর ফরজ কয়টি জানা জরুরি। কারণ অজু না হলে নামাজ হয় না। তাই আমাদের সকলের অজুর ফরজ কয়টি ও ওযুর ফরজ কয়টি ভিডিও এ সম্পর্কে জেনে নিন।

আপনি যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক অজুর ফরজ কয়টি - ওযুর ফরজ কয়টি ভিডিও সম্পর্কে।

পেজ সূচিপত্রঃ অজুর ফরজ কয়টি - ওজুর ফরজ কয়টি ভিডিও

ভূমিকা

অজু হলো ইসলামের বিধান অনুসারে দেহের অঙ্গ পতঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জনের একটি পন্থা। মুসলমানদের নামাজের পূর্বে ওযু করে নেয়া বাধ্যতামূলক। কুরআনে আছে, "নিশ্চয়ই আল্লাহ তওবাকারি এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন"। কোরআন পড়তে ও স্পর্শ করতে অজু করতে হয়। তবে তা বাধ্যতামূলক নয়। কুরআনে বর্ণিত আছে, যারা পাক-পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। এখানে পাক-পবিত্র বলতে দৈহিক পবিত্রতা নয় বরং আত্মিক পবিত্রতার কথা বলা হয়েছে।

নামাজ পড়ার আগে ওজু করা বাধ্যতামূলক। ওজু না করলে নামাজ পড়া যায় না। আর সঠিক ভাবে নামাজ পড়ার জন্য অজুর ফরজ কয়টি - ওযুর ফরজ কয়টি ভিডিও এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। আশা করি আপনারা আজকের এই আর্টিকেলটি পড়ে অজুর ফরজ কয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন তাহলে অজুর ফরজ কয়টি ও ওযুর ফরজ কয়টি ভিডিও এ সম্পর্কে বিস্তারিত জানা যাক।

ওযু কত প্রকার ও কি কি

সাধারণত নামাজ পড়ার জন্য আমরা ওযু করে থাকি। ওযু ছাড়া নামাজ হয় না। সঠিকভাবে নামাজ পড়ার জন্য সঠিকভাবে ওযু করা প্রয়োজন। আর সঠিকভাবে ওযু করার জন্য আমাদের জানতে হবে ওযু কত প্রকার ও কি কি এবং এই সম্পর্কে বিস্তারিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক অজু কত প্রকার ও কি কি।

ওযু ৩ প্রকার, তা হল-
  1. ফরজ ওযু: নামাজ আদায় করার জন্য যে ওযু করা হয়।
  2. ওয়াজিব ওযু: বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য যে ওযু করা হয়।
  3. মুস্তাহাব ওযু: ঘুমানোর জন্য ওযু করা, পবিত্রতার জন্য ওযু করা, মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য ওযু করা ইত্যাদি।

অজুর ফরজ কয়টি

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের আগে আমাদের অজুর নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন, হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও তখন সমস্ত মুখমন্ডল, দুই হাত ও কুনই পর্যন্ত পরিষ্কার করো, মাথা মাসেহ করো এবং গীট সহ দুই পা পরিষ্কার করো। আর সঠিকভাবে  করার জন্য অজু করার জন্য আমাদের অজুর ফরজ কয়টি - ওযুর ফরজ কয়টি ভিডিও এ সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
সঠিকভাবে নামাজ পড়ার জন্য আমাদের অজুর ফরজ সম্পর্কে জানতে হবে। নামাজ বা সালাত যেমন আমাদের জন্য বাধ্যতামূলক তেমনি নামাজ পড়ার জন্য অজু করা বাধ্যতামূলক। একটা মানুষ গোসল করলে যেমন পরিষ্কার হয়ে যায় তেমনি একটা মানুষ যখন অজু করে তখন সে পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। চলুন তাহলে জেনে নিও অজুর ফরজ কয়টি। অজুর ফরজ ৪টি। এই চারটি ফরজ এর মধ্যে একটি বাঁধ হয়ে গেলে আর অজু হবে না।

ওযুর ফরজ কয়টি ভিডিও

সঠিকভাবে নামাজ পড়ার জন্য আমাদের অজুর ফরজ কয়টি ও ওযুর ফরজ কয়টি ভিডিও সম্পর্কে জানতে হবে। ওযুর ফরজ চারটি। আর এই চারটি ফরজের ভেতরে একটি বাঁধ হলে ওযু সম্পূর্ণ হয় না। আর ওযু সম্পূর্ণ না হলে নামাজ ও সম্পূর্ণভাবে হয় না। তাই আমাদের অজুর ফরজ কয়টি - ওযুর ফরজ কয়টি ভিডিও সঠিকভাবে জানা খুব জরুরী। চলুন ভিডিওর মাধ্যমে দেখা যাক অজুর ফরজ কয়টি ভিডিও-

ওযুর ফরজ কি কি

নামাজের পূর্বে অবশ্যই ওযু করতে হয়। আল্লাহ তাআলা বান্দার নামাজ আদায়ের জন্য ওযুকে ফরজ করে দিয়েছেন। বিনা ওযুতে ফরজ এবাদত করা পাপের কাজ। নিয়ম মেনে নামাজ পড়ার জন্য আমাদের অজুর ফরজ কয়টি - ওযুর ফরজ কয়টি ভিডিও সম্পর্কে জানতে হবে। আমরা অনেকেই ওযুর ফরজ কি কি তা জানি না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ওযুর ফরজ ৪টি। এই চারটি ফরজ এর মধ্যে একটি বাঁধ হয়ে গেলে আর অজু হবে না। ওযুর ফরজ চারটি হল-
  1. সমস্ত মুখমণ্ডল ধৌত করা।
  2. দুই হাত কোনই পর্যন্ত ধৌত করা।
  3. মাথা মাসেহ করা (তিন ভাগের এক ভাগ পরিমাণ)।
  4. দুই পা টাকনুসহ ধৌত করা

ওযুর সুন্নত কয়টি 

ওযু দৈহিক পবিত্রতার মাধ্যম। ইসলামের প্রধান ইবাদত নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু করা শর্ত। ওযু কিভাবে করতে হয় তা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শেখানোর নিয়ম গুলো ওযুর সুন্নত। ওযু করার জন্য যেমন ফরজ নিয়ম গুলো গুরুত্বপূর্ণ তেমনি সুন্নত নিয়ম গুলো গুরুত্বপূর্ণ। সঠিকভাবে নামাজ পড়ার জন্য আমাদের অজুর ফরজ কয়টি - ওযুর ফরজ কয়টি ভিডিও সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
নামাজ সঠিকভাবে পড়ার জন্য ওযুর সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে এবং শিখতে হবে। ওযুকে নামাজেরই একটি অংশ ধরা যেতে পারে। কারণ সঠিকভাবে ওযু না হলে নামাজও হয় না। আর সঠিকভাবে অজু করার জন্য আমাদের অজুর সুন্নত জানতে হবে। ওযুর সুন্নত-১৮টি। এই ১৮ টি সুন্নতের ভেতরে একটি বাঁধ পড়ে গেলে ওযু হবে না। আর আমরা জানি ওযু না হলে নামাজের সম্পূর্ণ হবে না। তাই আমাদের এই ১৮ টি সুন্নতি মেনে চলতে হবে।

ওযুর সুন্নত কি কি

ইতিমধ্যে আমরা অজুর ফরজ কয়টি - ওযুর ফরজ কয়টি ভিডিও সম্পর্কে জেনেছি। চলুন এবার জেনে নেওয়া যাক ওযুর সুন্নত কি কি। ওযুর সুন্নত ১৮টি, তা হল-
  1. ওযুর শুরুতে নিয়ত করা। (বুখারী)
  2. বিসমিল্লাহ পড়া। (আবু দাউদ)
  3. উভয় হাত কব্জি পর্যন্ত ধোঁয়া। (মুসলিম)
  4. মিসওয়াক করা। (আবু দাউদ)
  5. কুলি করা। (মুসলিম)
  6. নাকে পানি দেওয়া। (মুসলিম)
  7. রোজাদার না হলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়া। (তিরমিজি)
  8. প্রতিটি অঙ্গ তিনবার ধোঁয়া। (মুসলিম)
  9. দাড়ি খিলাল করা। (আবু দাউদ)
  10. আঙ্গুল সমূহ খিলাল করা। (তিরমিজি)
  11. পুরো মাথা মাসেহ করা। (আবু দাউদ)
  12. উভয় কানের ভেতরে ও বাহিরে মাসেহ করা। (আবু দাউদ)
  13. মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা। (মুসলিম)
  14. গর্দান মাসেহ করা। (কানযুল উম্মাল)
  15. হওয়ার সময় আঙ্গুল গুলোকে ঘুষে মেজে ধোঁয়া। (আবু দাউদ)
  16. একটি অঙ্গ শুকানোর আগে পরের অঙ্গ ধোঁয়া। (বুখারী)
  17. আঙ্গুল গুলো ধোঁয়ার সময় ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে মুখমন্ডল তারপর হাত ধোয়া এরপর মাথা মাসেও করা এবং পা ধোয়া। (সূরা মায়েদা: ৬)
  18. বাঁ হাত দিয়ে প্রথমের ডান হাত ধোয়া এবং বা হাত দিয়ে প্রথমে ডান পা ধোয়া। (নাসায়ি)

ওযুর ফরজ ও সুন্নত কয়টি

নামাজ পড়ার আগে ওজু করা বাধ্যতামূলক। ওজু না করলে নামাজ পড়া যায় না। ওযু ঠিকঠাক ভাবে করার জন্য আমাদের ফরজ ও কোন সম্পর্কে জানতে হবে চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক।সঠিকভাবে ওযু করার জন্য আমাদের ওযুর ফরজ ও সুন্নত সবগুলোই করতে হবে, এর ভিতর একটি বাদ পড়ে গেলে ওযু হবে না। ইতিমধ্যে আমরা জেনেছি অজুর ফরজ কয়টি - ওযুর ফরজ কয়টি ভিডিও সম্পর্কে, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ওযুর ফরজ ৪টি এবং ওযুর সুন্নত ১৮টি।

ওযুর ফরজ ৪টি হল-
  1. সমস্ত মুখমণ্ডল ধৌত করা।
  2. দুই হাত কোনই পর্যন্ত ধৌত করা।
  3. মাথা মাসেহ করা (তিন ভাগের এক ভাগ পরিমাণ)।
  4. দুই পা টাকনুসহ ধৌত করা
ওযুর সুন্নত ১৮টি হল-
  1. ওযুর শুরুতে নিয়ত করা। (বুখারী)
  2. বিসমিল্লাহ পড়া। (আবু দাউদ)
  3. উভয় হাত কব্জি পর্যন্ত ধোঁয়া। (মুসলিম)
  4. মিসওয়াক করা। (আবু দাউদ)
  5. কুলি করা। (মুসলিম)
  6. নাকে পানি দেওয়া। (মুসলিম)
  7. রোজাদার না হলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়া। (তিরমিজি)
  8. প্রতিটি অঙ্গ তিনবার ধোঁয়া। (মুসলিম)
  9. দাড়ি খিলাল করা। (আবু দাউদ)
  10. আঙ্গুল সমূহ খিলাল করা। (তিরমিজি)
  11. পুরো মাথা মাসেহ করা। (আবু দাউদ)
  12. উভয় কানের ভেতরে ও বাহিরে মাসেহ করা। (আবু দাউদ)
  13. মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা। (মুসলিম)
  14. গর্দান মাসেহ করা। (কানযুল উম্মাল)
  15. হওয়ার সময় আঙ্গুল গুলোকে ঘুষে মেজে ধোঁয়া। (আবু দাউদ)
  16. একটি অঙ্গ শুকানোর আগে পরের অঙ্গ ধোঁয়া। (বুখারী)
  17. আঙ্গুল গুলো ধোঁয়ার সময় ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে মুখমন্ডল তারপর হাত ধোয়া এরপর মাথা মাসেও করা এবং পা ধোয়া। (সূরা মায়েদা: ৬)
  18. বাঁ হাত দিয়ে প্রথমের ডান হাত ধোয়া এবং বা হাত দিয়ে প্রথমে ডান পা ধোয়া। (নাসায়ি)
এই সমস্ত নিয়ম মেনে ওযু করতে হবে। এর ভেতরে একটি নিয়ম বাদ পড়ে গেলে ওযু হবেনা। আর ওযু না হলে নামাজ হবে না।

ওযুর ওয়াজিব কয়টি

নামাজ আদায়ের জন্য ওযু করা প্রত্যেক মুসলমানদের ওপর ফরজ। পবিত্র কোরআনে মহান আল্লাহর ওযুর নির্দেশ প্রদান করেছেন। তাই ইবাদতের জন্য ওযু করার সময় ওযুর ফরজ সমূহের প্রতি বিশেষ সর্তকতার সাথে লক্ষ্য করতে হবে। ফরজ সমূহের যে কোন একটি ফরজ ছুটে গেলে ওযু শুদ্ধ হবে না। পুনরায় নতুন করে ওযু করতে হবে, তবে ওযুর সুন্নত ও মুস্তাহাবের দিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। এতক্ষণ আমরা জানলাম অজুর ফরজ কয়টি ও ওযুর ফরজ কয়টি ভিডিও সম্পর্কে। চলুন এবার জেনে নেওয়া যাক ওযুর ওয়াজিব কয়টি।
ওযুর ওয়াজিব ২টি, তা হল-
  1. কাবা শরীফ তাওয়াফের ক্ষেত্রে।
  2. কুরআন স্পর্শ করার ক্ষেত্রে।

ওযুর মুস্তাহাব কয়টি

ওযু ঠিকঠাক ভাবে করার জন্য আমাদের ওযু ব্যাপারে সবকিছু সঠিকভাবে জানতে হবে। ওযু করার সময় যেমন ওযুর ফরজগুলো দেখে খেয়াল রাখতে হবে এবং সুন্নতগুলি দেখেও খেয়াল রাখতে হবে তেমনি ওযু করার সময় মুস্তাহাবের দিকেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমরা জেনেছি অজুর ফরজ কয়টি - ওযুর ফরজ কয়টি ভিডিও সম্পর্কে। চলুন এবার জেনে নেওয়া যাক অজুর মুস্তাহাব কয়টি।

ওযুর মুস্তাহাব ৯টি, যা হলো-
  1. নিয়ত করা।
  2. মেসওয়াক করা।
  3. হাত ধোয়া।
  4. কুলি করা।
  5. নাকে পানি টানা ও ঝাড়া।
  6. মুখমন্ডল ধোয়া।
  7. কনুই পর্যন্ত হাত ধোয়া।
  8. মাথা মাসেহ করা।
  9. পা ধোয়া।
আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনারা সহজেই বুঝতে পেরেছেন অজুর ফরজ কয়টি ওযুর ফরজ কয়টি ভিডিও সম্পর্কে। এবং আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হবেন। এই আর্টিকেলটি যদি আপনার উপকৃত হয়ে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও ওযুর সঠিক নিয়ম শিখতে সাহায্য করুন। এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ২৪১৪১

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url