পদ্মা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫। পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্থান
আরো পড়ুনঃ পার্বত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
"পদ্মা এক্সপ্রেস" আন্তঃনগর ট্রেন বাংলাদেশে রেলওয়ে কর্তৃক পরিচালিত অন্যতম বিলাসবহুল এবং জনপ্রিয়ন একটি ট্রেন। এটি ২০০৬ সালের ১নভেম্বর চালু হয় এবং ঢাকা কমলাপুর থেকে দেশের অন্যতম বিভাগীয় শহর রাজশাহী পর্যন্ত নিয়মিত চলাচলা করছে।
রাজশাহী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগীয় শহর হওয়ায়, সেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে ঢাকায় যাতায়াত করে। বিভাগীয় শহর রাজশাহীর সঙ্গে যদিও, ঢাকাসহ প্রায় সারা দেশের গুরুত্বপূর্ণ শহররের সঙ্গে আকাশ পথ, সড়ক পথ এবং রেল পথ উভয় যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে।
তবে, বেশির ভাগ মানুষ ঢাকা থেকে রাজশাহী বা রাজশাহী থেকে ঢাকা যাতায়াতের জন্য বেচে নেন, বাংলাদেশের সবচেয়ে নিরাপদ, আরামদায়ক এবং খরচ সাশ্রয়ী রেল ভ্রমণকে। কিন্তু ট্রেনে যাতায়াত করতে প্রয়োজন পড়ে ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানা।
তাই, অনেকে গুগলে খোজ করেন, পদ্মা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া জানার জন্য। আর আপনি যদি এই ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে চান, তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। কারণ, আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, পদ্মা এক্সপ্রেস ট্রেনের আপডেট তথ্য সম্পর্কে। তাহলে চলুন দেখি-
পদ্মা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ ও যাত্রা বিরতি
ট্রেন কখনো কারো জন্য ১ মিনিটও অপেক্ষা করে না। সে তার নির্দিষ্ট সময়ে ষ্টেশন থেকে যাত্রা শুরু করে। সে কারণে, ট্রেনের যাত্রীর কাছে ১ মিনিট সময়ের মূল্য অনেক। তাই, ট্রেনে ভ্রমনের জন্য অবশ্যই আপনাকে ট্রেনের সঠিক সময়সূচী ও ভাড়া এবং যাত্রা বিরতির স্থান ও সময় জানা প্রয়োজন।
তাই, আপনাদের সুবিধার জন্য, আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, পদ্মা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সকল আপডেট তথ্য। যেমন, ঢাকা বা রাজশাহী থেকে ছাড়ার ও পৌছার সময়, ভাড়া ২০২৫, যাত্রা পথে কোন কোন ষ্টেশনে যাত্রা বিরতি দেয়, সেই ষ্টেশনের নাম, সময়, ট্রেনের অবস্থান ইত্যাদি।
পদ্মা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
নিচে পদ্মা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সময়সূচী, সাপ্তাহিক বন্ধের দিন এবং ভ্রমনের মোট সময় যাত্রীদের সুবিধার জন্য টেবিলের মাধ্যমে দেখানো হলো-
পদ্মা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সময়সূচী | ||||
ট্রেনের নাম ও নম্বর | বন্ধ দিন | ছাড়ার সময় | পৌছার সময় | ভ্রমণ সময় |
ঢাকা টু রাজশাহী (৭৫৯) | ||||
পদ্মা এক্সপ্রেস/ ৭৫৯ | মঙ্গলবার | রাত- ১০.৪৫ | ভোর- ০৪.০০ | ৫.১৫ মিনিট |
রাজশাহী টু ঢাকা (৭৬০) | ||||
পদ্মা এক্সপ্রেস/ ৭৬০ | মঙ্গলবার | বিকাল- ৪.০০ | রাত- ০৯.১৫ | ০৫.১৫ মিনিট |
পদ্মা এক্সপ্রেস ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
পদ্মা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ব্যতিত বাকী ৬ দিন, নিয়মিতভাবে রাত- ১০ঃ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝ পথে ১১টি ষ্টেশনে কয়েক মিনিট করে যাত্রা বিরতি দিয়ে, ০৫ ঘন্টা ১৫ মিনিট পর ভোর ০৪ঃ০০ মিনিটে রাজশাহী ষ্টেশনে পৌছায়।
পদ্মা এক্সপ্রেস রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী
পদ্মা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ব্যতিত বাকী ৬ দিন নিয়মিতভাবে বিকাল ০৪ঃ০০ মিনিটে রাজশাহী ষ্টেশন থেকে যাত্রা শুরু করে এবং মাঝ পথে ১১টি ষ্টেশনে কয়েক মিনিট করে যাত্রা বিরতি দিয়ে, ০৫ ঘন্টা ১৫ মিনিট পর রাত ০৯ঃ১৫ মিনিটে ঢাকা কমলাপুর ষ্টেশনে পৌছায়।
পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির ষ্টেশন ও সময়
অনেকে আছেন, যারা সরাসরি ঢাকা থেকে রাজশাহী বা রাজশাহী থেকে ঢাকা না গিয়ে মাঝ পথের কোন ষ্টেশনে ট্রেনে উঠতে বা নামতে পারেন। তাই তদের সুবিধার জন্য, পদ্মা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি যে ১১টি ষ্টেশনে যাত্রা বিরতি দেয়, সেই স্টেশনের নাম ও সময় নিম্নে টেবিলে দেখানো হলো-
আরো পড়ুনঃ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
পদ্মা এক্সপ্রেস ঢাকা টু রাজশাহী যাত্রা বিরতির স্থান ও সময়
পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্থান ও সময় (ঢাকা-রাজশাহী) | |||
ক্রঃনং | ষ্টেশনের নাম | আগমন | প্রস্তান |
১ | কমলাপুর | | রাত- ১০.৪৫ |
২ | বিমানবন্দর | রাত- ১১.০৮ | রাত- ১১.১৩ |
৩ | জয়দেবপুর | রাত- ১১.৩৫ | রাত- ১১.৩৮ |
৪ | টাঙ্গাইল | রাত- ১২.৩২ | রাত- ১২.৩৫ |
৫ | ইব্রাহীমাবাদ | রাত- ১২.৫৪ | রাত- ১২.৫৬ |
৬ | এস এইস এম মনসুর আলী | রাত- ০১.১১ | রাত- ০১.১৪ |
৭ | উল্লাপাড়া | রাত- ০১৩০ | রাত- ০১.৩৩ |
৮ | বড়াল ব্রীজ | রাত- ০১.৫০ | রাত- ০১.৫৩ |
৯ | চাটমোহর | রাত- ০২.০৭ | রাত- ০২.১০ |
১০ | ঈশ্বরদী বাইপাস | রাত- ০২.৩০ | রাত- ০২.৩৩ |
১১ | আব্দুল্লাহপুর | রাত- ০২.৪৮ | রাত- ০২.৫০ |
১২ | সারদাহ | রাত- ০৩.১৬ | রাত- ০৩.১৮ |
১৩ | রাজশাহী | রাত- ০৪.০০ | |
পদ্মা এক্সপ্রেস রাজশাহী টু ঢাকা যাত্রা বিরতির স্থান ও সময়
পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির স্থান ও সময় (রাজশাহী-ঢাকা) | |||
ক্রঃনং | ষ্টেশনের নাম | আগমন | প্রস্তান |
১ | রাজশাহী | | বিকাল- ০৪.০০ |
২ | সারদাহ | বিকাল- ০৪.১৭ | বিকাল- ০৪.২০ |
৩ | আব্দুল্লাহপুর | বিকাল- ০৪.৪৫ | বিকাল- ৪.৪৮ |
৪ | ঈশ্বরদী বাইপাস | বিকাল- ০৫.০০ | বিকাল- ০৫.০৫ |
৫ | চাটমোহর | বিকাল- ০৫.২২ | বিকাল- ০৫.২৫ |
৬ | বড়াল ব্রীজ | বিকাল- ০৫.৩৮ | বিকাল- ০৫.৪০ |
৭ | উল্লাপাড়া | বিকাল- ০৫.৫৮ | বিকাল- ০৬.০২ |
৮ | এস এইস এম মনসুর আলী | বিকাল- ০৬.১৮ | বিকাল- ০৬.২০ |
৯ | ইব্রাহীমাবাদ | বিকাল- ০৬.৩৭ | বিকাল- ০৬.৪০ |
১০ | টাঙ্গাইল | সন্ধ্যা- ০৭.০০ | সন্ধ্যা- ০৭.০৩ |
১১ | জয়দেবপুর | রাত- ০৮.১৪ | রাত- ০৮.১৭ |
১২ | বিমানবন্দর | রাত- ০৮.৫৫ | রাত- ০৮.৫৮ |
১৩ | কমলাপুর | রাত- ০৯.১৫ | |
পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫
আপনি যদি পদ্মা এক্সপ্রেস ট্রেনে নতুন ভ্রমণ করে থাকেন, তাহলে এই ট্রেনের ভাড়া সম্পর্কে আপনার না জানাটাই স্বাভাবিক, তবে চিন্তা নেই জেনে নিন ভাড়ার তালিকা। স্বল্প ব্যয়ে ভ্রমণ করতে চাইলে ট্রেনের কোন বিকল্প নেই। কারণ, অন্য সকল যানবাহনের খরচের তুলনায় ট্রেন ভ্রমণ খরচ অনেক কম।
আবার ট্রেনে যাতায়াতের জন্য রয়েছে বিভিন্ন আসন ব্যবস্থা, যেমন পদ্মা এক্সপ্রেস ট্রেনের চার ধরণের আসন রয়েছে। আর ভাড়া ৩৭৫ টাকা, থেক ৮৬৯ টাকা। তাই, আপনার সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করুন এবং নিরাপদ ভ্রমন করুন। আসন বিভাগ ও টিকিটের মূল্য নিচের টেবিলে দেওয়া হল।
রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫ | ||
ক্রঃনং | আসনের নাম | ভ্যাটসহ ভাড়া |
১ | শোভন চেয়ার | ৪০৫ টাকা |
২ | স্নিগ্ধা | ৭৭১ টাকা |
৩ | এসি সিট | ৯২৬ টাকা |
৪ | এসি বার্থ | ১৩৮৬ টাকা |
পদ্মা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এখন কোথায়?
অনেক যাত্রী সাধারণ আছেন, যারা ষ্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের অবস্থান যানতে চান, সে ক্ষেত্রে আপনি যদি পদ্মা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি এখন কোথায় আছে জানতে চান, তাহলে মোবাইলের ম্যাসেজ অপশনে জান এবং TR <Space> 759/760 লিখে পাঁঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে। ফিরতি ম্যাসেজে ট্রেনের বর্তমান অবস্থান সম্পর্কে জেনে জাবেন।
পদ্মা এক্সপ্রেস ট্রেনের আপডেট তথ্য- শেষকথা
পদ্মা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী যাত্রীদের জন্য অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি ট্রেন। তাছাড়া, আপনার যদি, নির্ধারিত সময়সূচী, ভাড়া এবং যাত্রা বিরতির স্থান সম্পর্কে সঠিক তথ্য জানা থাকে, তাহলে আপনার যাত্রা আরো সহজ ও আরামদায়ক হবে।
বিশেষ করে যারা, ট্রেন ভ্রমণ পছন্দ করেন, তাদের জন্য এই ট্রেনটি একটি উপযুক্ত এবং সাশ্রয়ী মাধ্যম। নিয়মিত চলাচল, আধুনিক সুবিধা ও সুন্দর পরিষেবার মাধ্যমে, এটি যাত্রীদের আস্থার প্রতীক হয়ে উঠেছে। সময়মতো স্টেশনে উপস্থিত হয়ে ট্রেন ধরুন এবং নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করুন।
আরো পড়ুনঃ পঞ্চগড় টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url