নীলফামারী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ - Nilphamari to Dhaka Train Schedule and Fare 2025
আরো পড়ুনঃ ঢাকা টু নীলফামারী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনি কি দেশের অন্যতম উত্তরের জেলা নীলফামারী থেকে রাজধানী ঢাকা ট্রেনে করে যেতে চান? আর জন্য এই পথে চলাচলকারী ট্রেনের খোজ করছেন? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন।
কারণ, আজকের এই প্রবন্ধে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, নীলফামারী থেকে ঢাকা চলাচলকারী ট্রেনের আপডেট তথ্য ২০২৫। তাই, এটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সে কারণে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ুন।
নীলফামারী টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া ও যাত্রা বিরতি
তবে, চিন্তার কিছু নেই, কারণ আপনি যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে জেনে জাবেন নীলফামারী থেকে ঢাকা চলাচলকারী ট্রেনের নাম, নম্বর, সাপ্তাহিক বন্ধের দিন, সময়সূচী ভাড়া এবং যাত্রা পথে ট্রেনগুলো কোন কোন ষ্টেশনে যাত্রা বিরতি দেয় তার ও সময় সম্পর্কে। যা, আপনার এই পথে ট্রেন ভ্রমণে সহায়ক হবে।
নীলফামারী টু ঢাকা চলাচলকারী ট্রেনের নাম
নীলফামারী যদিও, কোন ট্রেনের শুরু বা শেষ ষ্টেশন নয়, তবে নীলফামারী রেলওয়ে ষ্টেশনের উপর দিয়ে নিয়মিতভাবে চলাচলা করে দুটি আন্তঃনগর ট্রেন। নিচে ট্রেন দুটির নাম, নম্বর এবং সাপ্তাহিক বন্ধের দিন টেবিলের মাধ্যমে দেখানো হলো-
নীলফামারী - ঢাকা চলাচলকারী ট্রেনের নাম | |||
ক্রঃনং | ট্রেনের নাম | নম্বর | বন্ধের দিন |
১ | নীলসাগর এক্সপ্রেস | ৭৬৬ | সোমবার |
২ | চিলাহাটি এক্সপ্রেস | ৮০৬ | শনিবার |
নীলফামারী টু ঢাকা চলাচলকারি ট্রেনের সময়সূচী
কিন্তু, ট্রেনে ভ্রমণ করার জন্য প্রয়োজন পড়ে ট্রেনের সময়সূচী সম্পর্কে যানা। তাই, আপনাদের সুবিধার জন্য আমরা আজকে শেয়ার করতে যাচ্ছি, এই পথে চলাচলকারী ট্রেনের সময়সূচী, যেমন নীলফামারী থেকে ছেড়ে যাওয়ার সময় ও ঢাকা পৌছার সময়, মোট ভ্রমন সময় ইত্যাদি নিচে টেবিলের মাধ্যমে দেখানো হলো-
নীলফামারী টু ঢাকা চলাচলকারী ট্রেনের সময়সূচী | |||||
ক্রঃনং | ট্রেনের নাম | বন্ধের দিন | ছাড়ার সময় | পৌ সময় | মোট সময় |
১ | নীলসাগর এক্সপ্রেস | সোমবার | রাত- ০৮.৩০ | ভোর ৫.৩০ | ০৯.০০ মিনিট |
২ | চিলাহাটি এক্সপ্রেস | শনিবার | সকাল ০৬.৪০ | বিকাল ০৩.৪০ | ০৯.০০ মিনিট |
নীলসাগর এক্সপ্রেস নীলফামারী টু ঢাকা ট্রেনের সময়সূচী
আপনারা যারা নীলফামারীর থেকে ঢাকা রাতে যেতে চান, তাদের জন্য উপযুক্ত নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। কারণ, এটি প্রতিদিন নীলফামারী থেকে রাত ০৮ঃ০০ মিনিটে যাত্রা শুরু করে এবং ০৯ ঘন্টা ০০ মিনিট পর সকাল ০৫ঃ৩০ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশনে পৌছায়। এর সাপ্তাহিক বন্ধের দিন সোমবার।
চিলাহাটি এক্সপ্রেস নীলফামারী টু ঢাকা ট্রেনের সময়সূচী
আপনারা যারা নীলফামারী থেকে সকালে ঢাকা যেতে চান, তাদের জন্য উপযুক্ত চিলাহাটি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। কারণ, এটি প্রতিদিন নীলফামারী থেকে বিকাল ০৬ঃ৪০ যাত্রা শুরু করে এবং ০৯ ঘন্টা ০০ মিনিট পর বিকাল ০৩ঃ৪০ মিনিটে ঢাকা রেলওয়ে ষ্টেশনে পৌছায়। এর সাপ্তাহিক বন্ধের দিন শনিবার।
নীলফামারী টু ঢাকা চলাচলকারী ট্রেনের যাত্রা বিরতির
চিলাহাটি এক্সপ্রেস নীলফামারী টু ঢাকা যাত্রা পথে বিরতির স্থান ও সময়
চিলাহাটি এক্সপ্রেস নীলফামারী টু ঢাকা যাত্রা বিরতি | |||
ক্রঃনং | স্টেশনের নাম | আগমন | প্রস্থান |
১ | নীলফামারী | | সকাল- ০৬ঃ৪০ |
২ | সইয়দপুর | সকাল- ০৬ঃ৫৯ | সকাল- ০৭ঃ০৪ |
৩ | পার্বতীপুর | সকাল- ০৭ঃ২০ | সকাল- ০৭ঃ৩০ |
৪ | ফুলবাড়ি | সকাল- ০৭ঃ৪৭ | সকাল- ০৭ঃ৫০ |
৫ | বিরামপুর | সকাল- ০৮ঃ০০ | সকাল- ০৮ঃ০২ |
৬ | জয়পুরহাট | সকাল- ০৮ঃ৩২ | সকাল- ০৮ঃ৩৪ |
৭ | সান্তাহার | সকাল- ০৯ঃ১৫ | সকাল- ০৯ঃ২০ |
৮ | নাটোর | সকাল- ১০ঃ০০ | সকাল- ১০ঃ০৩ |
৯ | ঈশ্বরদী বাইপাস | সকাল- ১০ঃ৩৪ | সকাল- ১০ঃ৩৬ |
১০ | জয়দেবপুর | বেলা- ০১ঃ৫২ | বেলা- ০১ঃ৫৫ |
১১ | ঢাকা কমলাপুর | বেলা- ০৩ঃ৪০ | বেলা- ০১ঃ২৭ |
আরো পড়ুনঃ জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ - জয়ন্তিকা ট্রেনের যাত্রা বিরতির স্থান
নীলসাগর এক্সপ্রেস নীলফামারী টু ঢাকা যাত্রা পথে বিরতির স্থান ও সময়
নীলসাগর এক্সপ্রেস নীলফামারি টু ঢাকা যাত্রা বিরতি | |||
ক্রঃনং | স্টেশনের নাম | আগমন | প্রস্থান |
১ | নীলফামারী | ------ | রাত- ০৮ঃ৪০ |
২ | সৈয়দপুর | রাত- ০৮ঃ৫৯ | রাত- ০৯ঃ০৪ |
৩ | পার্বতীপুর | রাত- ৯ঃ২০ | রাতঃ ০৯ঃ৩৫ |
৪ | ফুলবাড়ী | রাত- ০৯ঃ৫৮ | রাত- ১০ঃ০০ |
৫ | বিরামপুর | রাত- ১০ঃ১০ | রাত- ১০ঃ১৩ |
৬ | জয়পুরহাট | রাত- ১০ঃ৪৩ | রাত- ১০ঃ৪৫ |
৭ | আক্কেলপুর | রাত- ১১ঃ০০ | রাত- ১১ঃ০২ |
৮ | সান্তাহার | রাত- ১১ঃ২০ | রাত- ১১ঃ২৫ |
৯ | আহসানগঞ্জ | রাত- ১১ঃ৪৬ | রাত- ১১ঃ৪৮ |
১০ | নাটোর | রাত- ১২ঃ১০ | রাত- ১২ঃ১৩ |
১১ | মুলাডুলি | রাত- ০১ঃ১২ | রাত- ০১ঃ১৪ |
১২ | ইব্রাহীমাবাদ | রাত- ০২ঃ৪৫ | রাত- ০ঃ৪৮ |
১৩ | জয়দেবপুর | রাত- ০৪ঃ১০ | রাত- ০৪ঃ১৪ |
১৪ | ঢাকা কমলাপুর | সকাল- ০৫ঃ৩০ | ------ |
নীলফামারী টু ঢাকা চলাচলকারী ট্রেনের ভাড়া ২০২৫
পাঠক পাঠিকাগণ আমরা আশাকরি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, যা আপনাদের নীলফামারী থেকে ঢাকা ট্রেন ভ্রমণের অনেক উপকারে আসবে। তবে, এখানে নীলফামারী টু ঢাকা চলাচলকারী ট্রনের ভাড়া ২০২৫ যানা প্রয়োজন। কিন্তু, সমস্যা নেই চলুন নিচের টেবিলের মাধ্যমে আমরা দেখে নেই ঢাকা টু নীলফামারী ট্রেনের ভাড়া ২০২৫।
নীলফামারী টু ঢাকা চলাচলকারী ট্রেনের ভাড়া ২০২৫ | ||||
ক্রঃনং | হইতে - পর্যন্ত | শোভন চেঃ | স্নিগ্ধা | এসি সিট |
১ | ঢাকা-নীলফামারী-ঢাকা | ৬২৫ টাকা | ১১৯৬ টাকা | ১৪৩৮ টাকা |
২ | ঢাকা-সৈয়দপুর-ঢাকা | ৬০৫ টাকা | ১১৫৬ টাকা | ১৩৮৬ টাকা |
৩ | ঢাকা-পরবর্তীপুর-ঢাকা | ৫৮৫ টাকা | ১১২২টাকা | ১৩৮৬ টাকা |
৪ | ঢাকা-ফুলবাড়ী-ঢাকা | ৫৬৫ টাকা | ১০৮১টাকা | ১২৯৪ টাকা |
৫ | ঢাকা-বিরামপুর-ঢাকা | ৫৫০ টাকা | ১০৫৩টাকা | ১২৬৫ টাকা |
৬ | ঢাকা-জয়পুরহাট-ঢাকা | ৫১০ টাকা | ৯৭৮ টাকা | ১১৭৩ টাকা |
৭ | ঢাকা-আক্কেলপুর-ঢাকা | ৪৯৫ টাকা | ৯৪৩ টাকা | ১১৩৩ টাকা |
৮ | ঢাকা-সান্তাহার-ঢাকা | ৪৭৫ টাকা | ৯০৯ টাকা | ১০৮৭ টাকা |
৯ | ঢাকা-আহসানগঞ্জ-ঢাকা | ৪৪৫ টাকা | ৮৫৭ টাকা | ১০২৪ টাকা |
১০ | ঢাকা-নাটোর-ঢাকা | ৪২০ টাকা | ৮০৫ টাকা | ৯৬৬ টাকা |
১১ | ঢাকা-মুলাডুলি-ঢাকা | ৩৭০ টাকা | ৭১৩ টাকা | ৮৫১ টাকা |
১২ | ঢাকা-ইব্রাহীমাবাদ-ঢাকা | ১৪০ টাকা | ২৭১ টাকা | ৩২২ টাকা |
১৩ | ঢাকা-জয়দেবপুর-ঢাকা | ৫০ টাকা | ১১৫ টাকা | ১২৭ টাকা |
শেষকথা- নীলফামারী টু ঢাকা ট্রেনের আপডেট তথ্য
নীলফামারী টু ঢাকা ট্রেন ভ্রমণ নিঃসন্দেহে যাত্রীদের জন্য আরামদায়ক, সাশ্রয়ী ও নিরাপদ একটি যোগাযোগ মাধ্যম। এই পথে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস নিয়মিত চলাচল করে, যা যাত্রীদের সকাল ও বিকালে যাত্রার সুযোগ দেয়।
নির্দিষ্ট সময়সূচী, সাপ্তাহিক বন্ধের দিন এবং টিকিটের মূল্য সম্পর্কে জানা প্রতিটি যাত্রীর জন্য খুবই জরুরি, কারণ ট্রেন কখনো কারো জন্য অপেক্ষা করে না। ফলে, সময়ের আগে স্টেশনে উপস্থিত থাকা ভ্রমণের জন্য অপরিহার্য।
এছাড়া যাত্রাবিরতির স্টেশনগুলোর সময়সূচী জানলে যাত্রীরা মাঝপথে উঠা-নামার সুবিধা নিতে পারেন। সর্বোপরি, ২০২৫ সালের হালনাগাদ সময়সূচী ও ভাড়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে আপনার ঢাকা থেকে নীলফামারী ভ্রমণ হবে আরও নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক।
তাই, ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করার আগে সঠিক তথ্য জেনে নিন এবং উপভোগ করুন এক দারুণ যাত্রা অভিজ্ঞতা। এমন আরো নতুন নতুন তথ্য জানতে আমাদের পেজকে ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর (FAQ)
নীলফামারী থেকে ঢাকা কোন কোন ট্রেন চলাচল করে?
নীলফামারী টু ঢাকা পথে মূলত দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে— নীলসাগর এক্সপ্রেস (৭৬৬) এবং চিলাহাটি এক্সপ্রেস (৮০৬)।নীলফামারী টু ঢাকা ট্রেনের সময়সূচী কী?
- নীলসাগর এক্সপ্রেস নীলফামারী থেকে রাত ০৮:৩০ মিনিটে ছাড়ে এবং সকাল ০৫:৩০ মিনিটে ঢাকা পৌঁছায়।
- চিলাহাটি এক্সপ্রেস নীলফামারী থেকে সকাল ০৬:৪০ মিনিটে ছাড়ে এবং বিকাল ০৩:৪০ মিনিটে ঢাকা পৌঁছায়।
নীলফামারী থেকে ঢাকা ট্রেনের ভাড়া কত?
২০২৫ সালের হালনাগাদ ভাড়া অনুযায়ী—- শোভন চেয়ার- ৬২৫ টাকা।
- স্নিগ্ধা- ১১৯৬ টাকা।
- এসি সিট- ১৪৩৮ টাকা।
নীলফামারী টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন কবে?
- নীলসাগর এক্সপ্রেসের বন্ধের দিন সোমবার।
- চিলাহাটি এক্সপ্রেসের বন্ধের দিন শনিবার।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url