লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫। Lalmonirhat to Bogra North Train Schedule and Fare 2025
আরো পড়ুনঃ বগুড়া টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনি কি লালমনিরহাট থেকে ট্রেনযোগে বগুড়া যেতে চান? তাহলে জানুন, লালমনিরহাট টু বগুড় চলাচলকারী আন্তঃনগর ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য, সাপ্তাহিক বন্ধের দিন ও যাত্রা বিরতির স্টেশন লিস্ট, ২০২৫ সালের আপডেটসহ। ভ্রমণের আগে সঠিক তথ্য জেনে নিন।
আজকের এই প্রবন্ধে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, লালমনিরহাট টু বগুড়া চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আপডেট তথ্য ২০২৫। তাই, এটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সে কারণে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে পড়ুন।
লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী, ভাড়া ও যাত্রা বিরতি
তবে, চিন্তার কিছু নেই, কারণ আপনি যদি আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে জেনে জাবেন লালমনিরহাট টু বগুড়া চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম, নম্বর, সাপ্তাহিক বন্ধের দিন, সময়সূচী ভাড়া এবং যাত্রা পথে ট্রেনগুলো কোন কোন ষ্টেশনে যাত্রা বিরতি দেয় তার নাম ও সময় সম্পর্কে। যা, আপনার এই পথে ট্রেন ভ্রমণে সহায়ক হবে।
লালমনিরহাট টু বগুড়া চলাচলকারী ট্রেনের নাম
বর্তমানে লালামনিরহাট থেকে বগুড়ার উদ্দেশ্যে ০৫টি (তিনটি আন্তঃনগর ও দুটি মেইল) ট্রেন নিয়মিতভাবে চলাচলা করে । নিচে আন্তঃনগর ট্রেন তিনটির নাম, নম্বর এবং সাপ্তাহিক বন্ধের দিন টেবিলের মাধ্যমে দেখানো হলো-
লালমনিরহাটগামী টু বগুড়া ট্রেনের নাম | |||
ক্রঃনং | ট্রেনের নাম | নম্বর | বন্ধের দিন |
১ | করতোয়া এক্সপ্রেস | ৭১৪ | বুধবার |
২ | লালমনি এক্সপ্রেস | ৭৫২ | শুক্রবার |
৩ | বুড়িমারি এক্সপ্রেস | ৮১০ | সোমবার |
লালমানিরহাট টু বগুড়া চলাচলকারি ট্রেনের সময়সূচী
কিন্তু, ট্রেনে ভ্রমণ করার জন্য প্রয়োজন পড়ে ট্রেনের সময়সূচী সম্পর্কে যানা। তাই, আপনাদের সুবিধার জন্য আমরা আজকে শেয়ার করতে যাচ্ছি, এই পথে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের সময়সূচী, যেমন লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়ার সময় ও বগুড়া পৌছার সময়, মোট ভ্রমন সময় ইত্যাদি নিচে টেবিলের মাধ্যমে দেখানো হলো-
লালমনিরহাট টু বগুড়া চলাচলকারী আন্তঃনগর ট্রেনের সময়সূচী | |||||
নম্বর | ট্রেনের নাম | বন্ধ | ছাড়ার সময় | পৌঃ সময় | মোট সময় |
১ | করতোয়া এক্সপ্রেস | বুধবার | বিকাল- ০৬ঃ০০ | রাত- ০৯ঃ১৮ | ০৩.১৮ মিনিট |
২ | লালমনি এক্সপ্রেস | শুক্রবার | সকাল- ১০ঃ০০ | দুপুর- ০১ঃ০৪ | ০৩.০৪ মিনিট |
৩ | বুড়িমারি এক্সপ্রেস | সোমবার | রাত- ১১ঃ২০ | রাত- ০২ঃ১৩ | ০২.৫৩ মিনিট |
করতোয়া এক্সপ্রেস লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী
আপনারা যারা বিকালে লালমনিরহাট থেকে বগুড়া যেতে চান, তাদের জন্য উপযুক্ত করতোয়া এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। কারণ, এটি প্রতিদিন লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন থেকে বিকাল ০৬ঃ০০ মিনিটে যাত্রা শুরু করে এবং ০৩ ঘন্টা ১৮ মিনিট পর রাত ০৯ঃ১৮ মিনিটে বগুড়া রেলওয়ে ষ্টেশনে পৌছায়। এর সাপ্তাহিক বন্ধের দিন বুধবার।
লালমনি এক্সপ্রেস লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী
আপনারা যারা সকালে লালমনিরহাট থেকে বগুড়া যেতে চান, তাদের জন্য উপযুক্ত লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। কারণ, এটি প্রতিদিন লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন থেকে সকাল ১০ঃ০০ মিনিটে যাত্রা শুরু করে এবং ০৩ ঘন্টা ০৪ মিনিট পর দুপুর ০১ঃ০৪ মিনিটে বগুড়া রেলওয়ে ষ্টেশনে পৌছায়। এর সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার।
বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী
আপনারা যারা রাতে লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন থেকে যেতে চান, তাদের জন্য উপযুক্ত বুড়িমারি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। কারণ, এটি প্রতিদিন লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন থেকে রাত ১১ঃ২০ মিনিটে যাত্রা শুরু করে এবং ০২ ঘন্টা ৫৭ মিনিট পর রাত ০২ঃ১৩ মিনিটে বগুড়া রেলওয়ে ষ্টেশনে পৌছায়। এর সাপ্তাহিক বন্ধের দিন সোমবার।
লালমনিরহাট টু বগুড়া চলাচলকারী ট্রেনের যাত্রা বিরতির
আরো পড়ুনঃ যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী ভাড়া ২০২৫
করতোয়া এক্সপ্রেস লালমনিরহাট টু বগুড়া যাত্রা পথে বিরতির স্থান ও সময়
করতোয়া এক্সপ্রেস লালমনিরহাট টু বগুড়া বিরতি | |||
নম্বর | স্টেশনের নাম | আগমন | প্রস্তান |
১ | লালমনির হাট | ০ | বিকাল- ০৬ঃ০০ |
২ | কাউনিয়া | বিকাল- ০৬ঃ৪৫ | বিকাল- ০৬ঃ৪৭ |
৩ | পীরগাছা | সন্ধ্যা- ০৭ঃ০৩ | সন্ধ্যা- ০৭ঃ০৬ |
৪ | বামনডাঙ্গা | সন্ধ্যা- ০৭ঃ২৩ | সন্ধ্যা- ০৭ঃ২৫ |
৫ | গাইবান্ধা | সন্ধ্যা- ০৭ঃ৫৩ | সন্ধ্যা- ০৭ঃ৫৭ |
৬ | বোনারপাড়া | রাত- ০৮ঃ২১ | রাত- ০৮ঃ২৩ |
৭ | মহিমাগঞ্জ | রাত- ০৮ঃ৩৩ | রাত- ০৮ঃ৩৫ |
৮ | সোনাতলা | রাত- ০৮ঃ৪২ | রাত- ০৮ঃ৪৫ |
৯ | বগুড়া | রাত- ০৯ঃ১৮ | ০ |
লালমনি এক্সপ্রেস লালমনিরহাট টু বগুড়া যাত্রা পথে বিরতির স্থান ও সময়
লালমনি এক্সপ্রেস লালমনিরহাট টু বগুড়া বিরতি | |||
নম্বর | স্টেশনের নাম | আগমন | প্রস্তান |
১ | লালমনিরহাট | ০ | সকাল- ১০ঃ০০ |
২ | কাউনিয়া | সকাল- ১০ঃ২০ | সকাল- ১০ঃ২৩ |
৩ | পিরগঞ্জ | বেলা- ১১ঃ০০ | বেলা- ১১ঃ০০ |
৪ | গাইবান্ধা | বেলা- ১১ঃ১৯ | বেলা- ১১ঃ২২ |
৫ | বামন পাড়া | বেলা- ১১ঃ৫১ | বেলা- ১১ঃ৫৩ |
৬ | সোনাতলা | দুপুর- ১২ঃ৩৪ | দুপুর- ১২ঃ৩৬ |
৭ | বগুড়া | দুপুর- .১ঃ০৪ | ০ |
বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট টু বগুড়া যাত্রা পথে বিরতির স্থান ও সময়
বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট টু বগুড়া বিরতি | |||
নম্বর | স্টেশনের নাম | আগমন | প্রস্তান |
১ | লালমনির হাট | ০ | রাত- ১১ঃ২০ |
২ | কাউনিয়া | রাত- ১১ঃ৪৩ | রাত- ১১ঃ৪৬ |
৩ | গাইবান্ধা | রাত- ১২ঃ৫২ | রাত- ১২ঃ৫৫ |
৪ | বোনারপাড়া | রাত- ০১ঃ১৭ | রাত- ০১ঃ২০ |
৫ | বগুড়া | রাত- ০২ঃ.১৩ | ০ |
বগুড়া টু লালমনিরহাট চলাচলকারী ট্রেনের ভাড়া ২০২৫
পাঠক পাঠিকাগণ আমরা আশাকরি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এ পথে চলাচলকারী ট্রনের সময়সূচী সম্পর্কে, যা আপনাদের লালমনিরহাট টু বগুড়া ট্রেন ভ্রমণের অনেক উপকারে আসবে। তবে, এখন লালমনিরহাট টু বগুড়া চলাচলকারী ট্রনের ভাড়া ২০২৫ যানা প্রয়োজন। কিন্তু, সমস্যা নেই চলুন নিচের টেবিলের মাধ্যমে, আমরা দেখে নেই লালমনিরহাট টু বগুড়া ট্রেনের ভাড়া ২০২৫।
লালমনিরহাট-বগুড়া ভাড়া- ২০২৫ | ||
ক্রঃনং | আসনের নাম | ভাড়া টাকা |
১ | শোভন চেয়ার | ১৬০ টাকা |
২ | স্নিগ্ধা | ৩০৫ টাকা |
৩ | এসি সিট | ৩৬৩ টাকা |
৪ | এসি বার্থ | ৫৪৭ টাকা |
শেষকথা- লালমনিরহাট টু বগুড়া ট্রেনের আপডেট তথ্য
লালমনিরহাট টু বগুড়া ট্রেন ভ্রমণ নিঃসন্দেহে যাত্রীদের জন্য আরামদায়ক, সাশ্রয়ী ও নিরাপদ একটি যোগাযোগ মাধ্যম। এই পথে করতোয়া এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও বুড়িমারি নিয়মিত চলাচল করে, যা যাত্রীদের সকালে, বিকালে ও রাতে যাত্রার সুযোগ দেয়।
নির্দিষ্ট সময়সূচী, সাপ্তাহিক বন্ধের দিন এবং টিকিটের মূল্য সম্পর্কে জানা প্রতিটি যাত্রীর জন্য খুবই জরুরি, কারণ ট্রেন কখনো কারো জন্য অপেক্ষা করে না। ফলে, সময়ের আগে স্টেশনে উপস্থিত থাকা ভ্রমণের জন্য অপরিহার্য।
এছাড়া, যাত্রাবিরতির স্টেশনগুলোর সময়সূচী জানলে যাত্রীরা মাঝপথে উঠা-নামার সুবিধা নিতে পারেন। সর্বোপরি, ২০২৫ সালের হালনাগাদ সময়সূচী ও ভাড়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে আপনার লালমনিরহাট থেকে বগুড়া ট্রেন ভ্রমণ হবে আরও নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক।
তাই, ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করার আগে সঠিক তথ্য জেনে নিন এবং উপভোগ করুন এক দারুণ যাত্রা অভিজ্ঞতা। এমন আরো নতুন নতুন তথ্য জানতে আমাদের পেজকে ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।
লালমনিরহাট টু বগুড়া ট্রেন সম্পর্কিত বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর (FAQ)
লালমনিরহাট থেকে বগুড়া পর্যন্ত কোন কোন আন্তঃনগর ট্রেন চলাচল করে?
বর্তমানে লালমনিরহাট থেকে বগুড়া রুটে তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে-করতোয়া এক্সপ্রেস (৭১৪), লালমনি এক্সপ্রেস (৭৫২) এবং বুড়িমারি এক্সপ্রেস (৮১০)।করতোয়া এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও বুড়িমারি এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন কখন?
করতোয়া এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন হলো বুধবার, ললমনি এক্সপ্রেস রবিবার, আর বুড়িমারি এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন হলো সোমবার।আরো পড়ুনঃ ঢাকা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url